ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার মুক্তি দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:২০, ৯ জুন ২০১৭

আওয়ামী লীগ নেতার মুক্তি দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগরে উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর কবিরের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন আলমগীরের সমর্থকরা। এর ফলে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষুব্ধরা জানান, বুধবার সন্ধ্যায় একটি মামলায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবিরকে গ্রেফতার করে পুলিশ। আগামী ১২ জুন বিজয়নগরে আলমগীরের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ইফতার মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমকে দাওয়াত দেয়ার জেরে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট তানভীর ভূইয়ার সহযোগী আবদুল মতিনের করা একটি মামলায় আলমগীর কবিরকে পুলিশ গ্রেফতার করেছে। অবিলম্বে আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে মহাসড়ক অবরোধের ঘটনায় জুবায়েল নামে এক যুবককে আটক করে পুলিশ। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদ বলেন, আলমগীর কবিরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রাবিতে ভর্তি পরীক্ষা ২২-২৬ অক্টোবর রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি জানান, ‘এখানে ভর্তি পরীক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, নিয়মাবলী বিষয়গুলো এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর অনেকটা নির্ভর করে। এজন্য এইচএসসি পরীক্ষার ফলাফলের পরেই আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। লালপুরে ভিক্ষুক সমাবেশ সংবাদদাতা, লালপুর, ৮ জুন ॥ বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লালপুর সদর ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ জেলা প্রসাশক শাহিনা খাতুন। আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ। বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জুন ॥ বেসরকারী সংস্থা আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশের আইআরডিপি প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের সদস্যদের তিনমাস সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার এসব মেশিন বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী, পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। হাওড় অঞ্চল দুর্গত এলাকা ঘোষণার দাবি নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৮ জুন ॥ অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করাসহ ১৬ দফা দাবিতে মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
×