ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চকোলেটের খোসা দিয়ে পোশাক

প্রকাশিত: ০৫:৫০, ২২ মে ২০১৭

চকোলেটের খোসা দিয়ে পোশাক

শখ বলে কথা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এলিজাবেথ টাউনের বাসিন্দা এমিলি শেইলহেমার। এর আগে গলার টাই ও ঘরের জানালার পর্দা দিয়ে সুন্দর পোশাক বানিয়ে আলোচনায় এসেছিলেন। এবার চকোলেটের খোসা দিয়ে নিজের জন্য সুন্দর পোশাক বানিয়ে ফের সংবাদের শিরোনাম হলেন। কাজটি করতে তাকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা ছয় বছর। এই দীর্ঘ সময়ে নিজের খাওয়া চকোলেটের খোসাগুলো সযতেœ জমিয়ে রাখেন এমিলি। এভাবে অন্তত ১০ হাজারটি বিভিন্ন রঙের খোসা জমার পর পোশাক তৈরির কাজে হাত দেন। খবরে বলা হয়েছে, ছয় বছর আগে কলেজে পড়ার সময় ম্যালাচি নামের একজনের প্রেমে পড়েন। মূলত তখন থেকেই দু’জনে যে চকোলেট খেতেন তার খোসাগুলো জমিয়ে রাখতেন। একদিন ম্যালাচিতে এ পরিকল্পনার কথা বলতেই তিনি রাজি হয়ে যান। সম্প্রতি চকোলেটের খোসাগুলো জোড়া দিয়ে পোশাক বানিয়ে তা পরে ছবির জন্য পোজ দেন ২৪ বছর বয়সী এমিলি শেইলহেমার। ছবিটি তার ফেসবুক পাতায় শেয়ার দিতেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার আইডিয়ার প্রশংসা করে। এরপর গণমাধ্যমকে এমিলি বলেন, মাত্র তিনশটি চকোলেটের খোসা জোড়া দিলেই আমার পোশাকের একটি অংশ হয়ে যেত। তবে আমি তা করিনি। আমি এতে বৈচিত্র্য আনতে ১০ হাজার খোসা ব্যবহার করেছি। আর প্লাস্টিকের সুতার সাহায্যে খোসাগুলো জোড়া দেয়া হয়েছে। শুধু পোশাকই নয় চকোলেটের খোসা দিয়ে তিনি তৈরি করেছেন আন্ডারগার্মেন্ট ও জুতো। এই জামার সঙ্গে মিলিয়ে তিনি পিঠে একটি বড় জিপার লাগিয়েছেন। পোশাকটি দেখে এমিলির স্বামী ম্যালাচি বলেছেন, প্রথম দিকে আমি বিষয়টি ওর হেয়ালিপনা মনে করেছিলাম। তবে এই পোশাকে ওকে (এমিলি) সত্যিই দারুণ লাগছে। অডিটি সেন্ট্রাল ও এবিসি নিউজ অবলম্বনে।
×