ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ওসি ‘এখানে আ’লীগ আমি চালাই ॥ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই’

প্রকাশিত: ০৫:৪০, ২০ মে ২০১৭

শাহজাদপুরে ওসি ‘এখানে আ’লীগ আমি চালাই ॥ আমাকে ভয় দেখিয়ে লাভ  নেই’

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ১৯ মে ॥ শুক্রবার বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবে থানার অফিসার ইনচার্জ থাজা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী কানু চন্দ্র সূত্রধরের ভাই চিন্তা সূত্রধর লিখিত অভিযোগ পাঠ করে বলেন, আমার ভাই কানু চন্দ্র সূত্রধরকে সোমবারে অন্যায়ভাবে স্বর্ণের দোকানে কর্মরত অবস্থায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। চিস্তা সূত্রধর উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলীকে সঙ্গে নিয়ে থানায় গেলে তিনি এসআই সাজুকে গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাকে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। ১৫ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। টাকা দিতে অস্বীকার করায় এসআই সাজু ওসি সাহেবের সঙ্গে কথা বলতে বলেন। ওসির কাছে গেলে তিনি এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মাদকসহ অন্যান্য মামলায় অভিযুক্ত দেখিয়ে চালান করা হবে। টাকা না দেয়ায় কানুকে ২৫ পুরিয়া গাঁজা রাখার মিথ্যা অভিযোগে কোর্টে চালান দেয়া হয়েছে। এ বিষয়ে ওসি উপজেলা যুবলীগের সভাপতি ইউনুসকে বলেন, আমি এ থানায় ২০ লাখ টাকা দিয়ে এসেছি। শাহজাদপুর আওয়ামী লীগ আমিই চালাই। কাজেই দলীয় কোন পরিচয় দিয়ে লাভ হবে না। ইউনুস আরও অভিযোগ করে বলেন, এই ওসি টাকার বিনিময়ে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় অশ্লীল নৃত্য, জুয়া, মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। সংবাদ সম্মেলনে তারা ওসির দ্রুত অপসারণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে ওসির বক্তব্য নেয়ার জন্য থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি।
×