ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বন্দুকযুদ্ধে ডাকাত হত

প্রকাশিত: ০৪:২০, ১৯ মে ২০১৭

মেহেরপুরে বন্দুকযুদ্ধে ডাকাত হত

সংবাদদাতা, মেহেরপুর, ১৮ মে ॥ গাংনী উপজেলার চোখতোলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে গাংনী থানা পুলিশের টহল দলের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়। মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। গাংনী থানা পুলিশ জানায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দল গাছ সড়কের উপরে ফেলে রাখে। এ সময় গাংনী থানা পুলিশের টহল দলের সদস্যরা সেখানে গেলে ডাকাতরা গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে। কিছু সময় গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। টঙ্গীবাড়িতে ঝড়ে শতাধিক বাড়ি ল-ভ- স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী, পাঁচগাঁও, কামাড়খাড়া ও দীঘিরপার ইউনিয়নের চরাঞ্চলে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ল-ভ- হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওইসব চরাঞ্চলের ওপর দিয়ে তীব্রবেগে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে চরাঞ্চলের অনেক গাছপালা উপড়ে গেছে। উপজেলার পাঁচনখোলা গ্রামের কাদির বেপারী জানান, তার টিন ও কাঠ দিয়ে তৈরি একটি দোতলা ঘরসহ মোট তিনটি ঘর ঝড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, বুধবার বিকেল এবং রাতে ঝড়ে চরবালিয়াতলী গ্রামের বেড়িবাঁধের সøপের আটটি পরিবারের ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ফুলবানু, আবু সরদার, ইউসুফ, হাওয়া বেগম, হেলাল হাওলাদার, কামাল হোসেন, হেরিয়া বেগম ও নুরুন্নাহার গৃহহারা হয়েছেন। ওই এলাকার ইউপি মেম্বার মোহসিন হাওলাদার জানান, এসব দরিদ্র মানুষ এখন গৃহহারা। রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনের ফাঁসি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ মে ॥ তারাগঞ্জে কল্পনা রানী নামে এক অন্তঃসত্ত্বা স্বীকে হত্যার দায়ে স্বামী নিপেন চন্দ্র (৩৫) ও তার ভাই লক্ষণ চন্দ্রের (৩২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার মনোকষা গ্রামের সুধীর চন্দ্র রায়ের মেয়ে কল্পনা রানীর সঙ্গে নিপেনের ২০০২ সালের মার্চ মাসে বিয়ে হয়। বিয়ের সময় কল্পনার বাবা যৌতুক হিসেবে কিছু টাকা ও আসবাবপত্র দেন। কিন্তু নিপেন এতে সন্তুষ্ট না হয়ে আরও যৌতুক দাবি করেন এবং বিভিন্ন সময়ে কল্পনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ঘটনার দিন ২০০৩ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে এ নিয়ে নিপেন ও তার পরিবারের সদস্যরা মিলে অন্তঃসত্ত্বা কল্পনাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ১৮ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে মারা যান কল্পনা। শেরপুরে দুই ভাইয়ের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, নকলা উপজেলার ভুরদি গ্রামে মজুরির পাওনা ১শ’ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাহেদ আলী হত্যা মামলার রায়ে ২ সহোদরের যাবজ্জীবন সশ্রম কারাদ- ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলোÑ নকলার ভুরদি গ্রামের সাবেদ আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও ফজু মিয়া (৪৫)। রায়ে বিচারক একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করেন।
×