ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কারা মহাপরিদর্শকদের আন্তর্জাতিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ মে ২০১৭

নিরাপত্তার পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। কারাবন্দীর শ্রেণী বিন্যাস না থাকলেও বাংলাদেশের কারা ব্যবস্থাপনা বিশ্বের অনেক দেশের চেয়ে উন্নত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে কারাবন্দীর শ্রেণী বিন্যাসের বিষয়টিও ভাবা হবে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে কারা অধিদফতর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো কারা মহাপরিদর্শকদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দেশের বর্তমান উন্নত কারা ব্যবস্থাপনার জন্য মন্ত্রী কারা মহাপরিদর্শকসহ সমস্ত কারা বিভাগকে ধন্যবাদ জানান। চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ মোট ১৫টি দেশের কারা বিভাগের প্রধানগণ ও তাদের প্রতিনিধিসহ মোট ৫৩ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বক্তব্য প্রদান করেন। এছাড়া কারা উপ-মহাপরিদর্শক (ঢাকা) তৌহিদুল ইসলাম, উপ-মহাপরিদর্শক (সিলেট) এ কে এম ফজলুল হক, উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম) পার্থ গোপাল বণিক, সহকারী কারা মহাপরিদর্শকগণ সহ কারা বিভাগের সকল উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক দেশে কারাবন্দীদের শ্রেণী বিন্যাস করা হয়েছে। তবে বাংলাদেশে এখনও তা সম্ভব হয়নি। আগামী দিনে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কারা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে কারা তথ্য শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের কারা সেক্টরকে আরও উন্নত করব। সম্মেলনে অংশগ্রহণকারীদের মন্ত্রী বলেন, আমরা এ সম্মেলনে কারা বিভাগের উন্নয়নে উঠে আসা বিভিন্ন মতামত পরিপালনে গুরুত্বের সঙ্গে চেষ্টা করব। মন্ত্রী বলেন, বাংলাদেশে আগের চেয়ে কারা নিরাপত্তা জোরদার ও সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধের পর থেকে আইসিআরসি বাংলাদেশে কাজ করছে। ২০০৬ সাল থেকে বাংলাদেশে তারা সক্রিয় কাজ শুরু করে। ২০১৪ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসিআরসির সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের জন্য তিনি আইসিআরসিকে বিশেষ ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশে বর্তমানে ৭৩ হাজার কারাবন্দী রয়েছেন। এর মধ্যে ৭৪ শতাংশই বিভিন্ন মামলায় শুনানির অপেক্ষায়। কারাবন্দীদের সঙ্গে মানবিক আচরণ করা ও কারা ব্যবস্থাপনায় উন্নতির ক্ষেত্রে বর্তমান সরকার অনেক বেশি দৃঢ়। তিনি বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় জেলখানা স্থানান্তর করে কেরানীগঞ্জে নেয়া হয়েছে। পৃথিবীর আর কোন দেশে এমন দৃষ্টান্ত নেই যে একদিনে সাড়ে ৭ হাজার কারাবন্দীকে স্থানান্তর করা হয়েছে। সচিব বলেন, কারাগারে বন্দির সংখ্যা কমিয়ে আনতে দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামনে এ প্রক্রিয়ায় গতি আনতে কম্পিউটারাইজড ব্যবস্থা চালু করা হবে। প্রচলিত কারা বিধির সংশোধন ও আন্তর্জাতিক মান দিতে প্রক্রিয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে আগত অন্যান্য দেশের কারা কর্মকর্তাদের সঙ্গে চলতি অনুষ্ঠানের কারা সংশ্লিষ্ট তথ্য শেয়ারিং হবে। এ তথ্য আগামী দিনে কাজে আসবে বলেও জানান তিনি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, সর্বশেষ প্রিজন্স ম্যানেজমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। সে সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের উন্মুক্ত জেল স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়। ওই সম্মেলনের আলোচনার ধারণায় উঠে আসা উন্মুক্ত জেলের প্রেক্ষিতে কক্সবাজারের উখিয়াতে বাংলাদেশ সরকার উন্মুক্ত জেল নির্মাণে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে স্থান নির্ধারণসহ ভূমি অধিগ্রহণও শুরু করেছে স্থানী প্রশাসন। প্রিজন্স ব্যবস্থাপনা একটি কমপ্লেক্স বিষয়। ওভার ক্লাউডিং অনেক ধরনের সমস্যা থাকে। অনেক বয়সের, একাধিক দেশের নারী ও পুরুষ বন্দী থাকে জেলখানায়। তাদের সঙ্গে একই রকম আচরণ দেয়া যায় না। বাংলাদেশের কারা ব্যবস্থাপনায় উন্নতিতে কারা কর্মকর্তাদের উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারা ব্যবস্থাপনায় এখন অনেক নতুন নতুন ধারণা যুক্ত হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে আন্তর্জাতিক মানদ- কার্যকরে জাতিসংঘ, শ্রীলঙ্কা, জেনেভাসহ সকল আন্তর্জাতিক চুক্তিসমূহ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। ইতোমধ্যেই এসব চুক্তির অনেক ধারার সর্বোচ্চ বাস্তবায়ন কাজ চলছে। এছাড়া সম্মেলনে উঠে আসা বিভিন্ন মতামত পরিপালনের চেষ্টা করা হবে। সম্মেলনের প্রথমদিনে সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রিজন্স ম্যানেজমেন্ট সম্মেলনের বিভিন্ন বিষয়ে কোন কোন দেশ প্রতিপালন করেছে তা নিয়ে প্রত্যেক দেশ তাদের মতামত তুলে ধরেন। এছাড়া সাতটি দেশ তাদের কারাবন্দী ও কারা ব্যবস্থাপনার নানা পদ্ধতি তুলে ধরেন। এছাড়া আইসআরসির পক্ষ থেকে কারাবন্দীও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে একটি বিশদ উপস্থাপনা তুলে ধরে। বাংলাদেশ কারাবন্দির ব্যবস্থাপনা নিয়ে করা একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন।
×