ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ও উত্তর ॥ স্বাস্থ্য সমস্যা চর্মরোগ

প্রকাশিত: ০৬:৩৫, ৯ মে ২০১৭

প্রশ্ন ও উত্তর ॥ স্বাস্থ্য সমস্যা চর্মরোগ

প্রঃ আমি অবিবাহিতা। বয়স ২৩। আমার মুখের ত্বকে শ্বেতী হয়েছে। এতে আমি বেশ বিব্রত। অনেক মলম লাগিয়েছি। কমেনি আপনার সুপরামর্শ চাই। -লুনা তেজগাঁও, ঢাকা উঃ এখন শ্বেতী কোন দুরূহ সমস্যা নয়। আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই শ্বেতী নির্মূল করা সম্ভব। তাই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রঃ আমি বিবাহিত। বয়স ৫০। বর্তমানে আমি স্ত্রী-সহবাসে সম্পূর্ণ অক্ষম। এতে আমি নিজকে অসহায় ভাবছি। এ রোগ থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? -শাহ্ আলম, কান্দিরপাড়, কুমিল্লা উঃ আপনি সম্ভবত পরুষত্বহীনতায় ভুগছেন। এখন এটি কোন সমস্যাই নয়। আপনার রক্তের সেক্স-হরমোন এনালাইসিস করে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই সমস্যাটি নির্মূল করা সম্ভব। প্রঃ আমি বিবাহিত। বয়স ৩১। ২-৩ বছর হলো আমি সোরিয়াসিস রোগে ভুগছি। এতে আমার অনেক শারীরিক কষ্ট হচ্ছে। কোন ওষুধেই কাজ হচ্ছে না। রোগটি কি নির্মূল করা সম্ভব? -মোঃ ইসমাইল, জুরাইন, ঢাকা উঃ রোগটি একটি জটিল কইবার চর্মরোগ। এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। তবে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। তখন সুস্থ লোকের মতোই জীবনযাপন করতে পারবেন। দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রঃ আমি অবিবাহিতা। বয়স ২০। দীর্ঘদিন ধরে আমার মুখে-বুকে-পিঠে বড় বড় ব্রণ হয়েছে। অনেক ওষুধ খেয়েছি, ব্রণে সারছে না। আমি দ্রুত ভাল হতে চাই। -আলপনা, বণানী, ঢাকা উঃ আপনার সম্ভবত এ্যান্ড্রোজেনিক সমস্যা আছে। যে জন্য প্রচলিত চিকিৎসায় ভাল হচ্ছে না। বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মধ্যে দ্রুত ব্রণ নির্মূল করা সম্ভব। এতে নেই কোন পার্শ্বক্রিয়া। ডাঃ একে এম মাহমুদুল হক খায়ের ত্বক, যৌন, সেক্স ও এ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন সিনিয়র কনসালটেন্ট বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ০১৬৭৮৫৯২০৭১
×