ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলা

খালেদা জিয়ার কোর্ট বদলের আবেদন শুনানি আজ

প্রকাশিত: ০৮:১০, ৮ মে ২০১৭

 খালেদা জিয়ার কোর্ট বদলের আবেদন শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানার দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের আবেদন শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছে হাইকোর্ট। নাইকো দুর্নীতি মামলায় মওদুদ আহমদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ ১৪ মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রীমকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া রবিবার বিকেল জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানার দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একটি রাষ্ট্রদ্রোহসহ এ নিয়ে খালেদা জিয়ার মোট ৯টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের এই বেঞ্চ। রবিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। পরে আইনজীবী জাকির হোসেন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা গত ২৯ মার্চ স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৯ এপ্রিল নাশকতার তিনটি এবং ১৩ এপ্রিল আরও চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। মওদুদ আহমেদ নাইকো দুর্নীতি মামলায় মওদুদ আহমেদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ ১৪ মে পর্যন্ত বাড়িয়েছে সুপ্রীমকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যসের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
×