ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনে জোর প্রস্তুতি

এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবনজয়গান...

প্রকাশিত: ০৫:৫৯, ৭ মে ২০১৭

এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবনজয়গান...

মোরসালিন মিজান ॥ এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবনজয়গান...। চির যৌবনের কবি রবীন্দ্রনাথ। বিশ্বকবির ১৫৬তম জন্মবার্ষিকী আগামী কাল সোমবার। রবীন্দ্রজয়ন্তী সামনে রেখে দেশজুড়েই চলছে নানা উৎসব অনুষ্ঠান। গান নাচ কবিতা নাটকে স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। প্রণতি জানানো হচ্ছে। সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি জাতীয় পর্যায়ে উদ্যাপন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। সে লক্ষ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ২৫ বৈশাখ সোমবার রাষ্ট্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে পতিসরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন থেকে শ্রদ্ধায় ভালবাসায় স্মরণ করা হবে কবিগুরুকে। রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি সম্পন্ন করেছে বাঙালীর সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক ছায়ানট। বহুকাল ধরে রবীন্দ্রনাথকে বিশেষভাবে আগলে রেখেছে গর্বের প্রতিষ্ঠান। শুদ্ধ চর্চা আর যত্নে বাঁচিয়ে রেখেছে কবিগুরুর অমূল্য সৃষ্টি। সেই ধারাবাহিকতায় সোমবার থেকে ধানম-ির ছায়ানট ভবনে শুরু হচ্ছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানমালা। অনেক দিন ধরেই চলছিল প্রস্তুতি। নিয়মিত রিহার্সাল করছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এখন সব চূড়ান্ত। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। প্রথম দিন সন্ধ্যায় থাকছে কথন, গান, পাঠ, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনা। একই রকম আয়োজন থাকবে পরদিন মঙ্গলবার। তারও আগে গত শুক্রবার থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত জন্মোৎসব শনিবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনে ৭০ জনের মতো শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। খ্যাতিমান শিল্পীরা যেমন ছিলেন, তেমনি গান করেছেন অপেক্ষাকৃত নবীনরা। একক ও সম্মেলক কণ্ঠে গাওয়া গানে স্মরণ করা হয় বাঙালীর মহান সাধক পুরুষ রবীন্দ্রনাথকে। জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার কবিগুরুকে স্মরণ করবে বাংলা একাডেমি। বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকছে নানা আয়োজন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে বিষয় করে একক বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফকরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী ফাহ্মিদা খাতুন। একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এদিকে, ২০১৭ সালের রবীন্দ্র পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবার এই পুরস্কার পাচ্ছেন অধ্যাপক হায়াৎ মামুদ। একই পুরস্কারে সম্মানিত করা হবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে। নাটকের মঞ্চেও থাকছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর লেখা নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাবেন নাট্যকর্মীরা। আজ রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে নাট্যদল প্রাঙ্গণেমোরের প্রথম প্রযোজনা ‘শ্যামাপ্রেম’। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করবেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, শিশির রহমান, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা রহমান, রিগ্যান রতœ, চৈতালী হালদার, কারিমা, আশা, বিপ্লব, মনির, সীমান্ত, ঊষা, টুসি, বাধন প্রমুখ। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গত বুধবার সন্ধ্যায় দলটি মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা।’ নাটকটি নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা। নির্দেশক নূনা আফরোজ। এভাবে জন্মদিবস উপলক্ষে বিশেষভাবে সামনে এসেছেন কবিগুরু। রবির আলোয় উদ্ভাসিত এখন চারিধার।
×