ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অভিযোগ মাথায় নিয়ে ভিসি নূর-উন নবী অবসরে

প্রকাশিত: ০৮:১০, ৬ মে ২০১৭

অভিযোগ মাথায় নিয়ে ভিসি নূর-উন নবী অবসরে

বিডিনিউজ ॥ চাকরির দাবিকারী ছাত্রলীগ নেতাকর্মীদের অবরোধ থেকে ১৩ ঘণ্টা পর মুক্ত হয়ে আলোচনায় আসা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য এ কে এম নূর-উন নবীর বিরুদ্ধে অর্থ নয়ছয় করাসহ অনেক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবারই উপাচার্যের মেয়াদ শেষ করা অধ্যাপক নূর-উন নবীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্তে অতিরিক্ত আপ্যায়ন খরচ, ভর্তি পরীক্ষার সম্মানী হিসেবে ‘অনৈতিকভাবে’ বিপুল অংকের অর্থগ্রহণ এবং একটির জায়গায় ঢাকা ও রংপুরে তিনটি গাড়ি ব্যবহারের তথ্য উঠে এসেছে। এছাড়া তিনি কোষাধাক্ষ্যসহ একাই ১৪ পদ আকড়ে থেকে ‘অনিয়ম-দুর্নীতি করেছেন’ এমন ১৬টি প্রসঙ্গ উঠে আসে ওই তদন্ত প্রতিবেদনে। তবে এসব বিষয়ে নিজের দোষ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের এই অধ্যাপক বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি পক্ষের অভিযোগের ভিত্তিতে ‘পক্ষপাতমূলক’ ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে তার সঙ্গে ‘সময় নিয়ে কথা বলে’ অনুসন্ধানের কাজ করা হয়নি। দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবির মুখে আগের উপাচার্য আব্দুল জলিল মিয়াকে সরিয়ে অধ্যাপক নূর-উন নবীকে ২০১৩ সালের ৬ মে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয় সরকার।
×