ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নারী শ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণ করা হবে

প্রকাশিত: ০৭:৪৭, ৬ মে ২০১৭

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নারী শ্রমিকদের জন্য  ডরমেটরি নির্মাণ করা হবে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, গাজীপুরে নারী শ্রমিকদের আবাসনের জন্য শীঘ্ররই ডরমেটরি নির্মাণ করা হবে। যাতে তারা স্বল্পভাড়ায় বসবাস করে চাকরি করতে পারেন। শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি করে দিয়েছে। এ কমিটির রিপোর্ট পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন বাড়ানোর পদক্ষেপ নিবেন। মন্ত্রী শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় গাজীপুর শ্রমজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শিল্প মালিক ও শ্রমিকদের মিলেমিশে কাজ করতে হবে। শিল্প মালিকদের যেমন শ্রমিকদের স্বার্থ দেখতে হবে তেমনি শ্রমিকদেরও তাদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চাকরি করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
×