ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাট বিএনপির দুই নেতার পদত্যাগ

প্রকাশিত: ০৫:৪৪, ৬ মে ২০১৭

কমিটি অনুমোদনের  ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাট  বিএনপির দুই নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা না যেতেই বাগেরহাটে দলটির গুরুত্বপূর্ণ দুই নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পৃথক বার্তায় তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণার বিষয়টি জানান। এরা হলেনÑ নবগঠিত বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী এবং জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন মোল্লা (সুজন)। এর আগে এমএ সালামকে সভাপতি এবং আলী রেজা বাবুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদকর্মীদের কাছে পাঠানো পদত্যাগ প্রসঙ্গে সরদার লিয়াকত আলী উল্লেখ করেন, ‘নবগঠিত বাগেরহাট জেলা বিএনপির কমিটিতে আমাকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। আমার দৃষ্টিতে কিছু অসাধু, অযোগ্য, অথর্ব, বিশ্বাসঘাতক, বেইমান ব্যক্তিকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, বিধায় উক্ত কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।’ এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্লা (সুজন) উল্লেখ করেন, ‘সম্মান না দিলে ক্ষতি নেই কিন্তু অসম্মান করার এখতিয়ার কাউকে দেয়া হয়নি। আমার নাম জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেখে আমি হতবাক। যেহেতু ম্যাডাম অনুমোদিত, তাই কিছু বলব না। আমি সদ্য গঠিত জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’ সদ্য ঘোষিত জেলা বিএনপির এ কমিটি নিয়ে জেলাব্যাপী বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কেউ মুখ খুলতে রাজি হননি।
×