ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অপহৃত ভার্সিটি ছাত্রী তমা কলাবাগান থেকে উদ্ধার, অপহরণকারী আটক

প্রকাশিত: ০৫:৪৬, ৩ মে ২০১৭

অপহৃত ভার্সিটি ছাত্রী তমা কলাবাগান থেকে উদ্ধার, অপহরণকারী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে অপহৃত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিফাত নূর জান্নাত ওরফে তমাকে (২৩) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মোঃ অলিউর রহমান ওরফে কচি (৩০) নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত অলিউর প্রেমের ফাঁদে ফেলে তমাকে বাসায় নিয়ে আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। পরে মুক্তিপণ দাবি করে তমার পরিবারের কাছে। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আকরামুল হাসান জানান, রবিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল কলাবাগান এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী কচিকে গ্রেফতার করা হয়। তিনি জানান, তমা রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষবর্ষে অধ্যয়নরত। এক বছর আগে তার সঙ্গে পারিবারিকভাবে অপহরণকারী অলিউর রহমানের বিয়ের আলোচনা হয়। তবে অলিউর লন্ডন থেকে বার-এ্যাট-’ল সমাপ্ত করে দেশে আসলেও তার বিকৃত মানসিকতা এবং আচরণগত সমস্যা থাকার কারণে তমার বাবা বিয়ে দিতে রাজি হননি। এরপর থেকে প্রায়ই তমাকে বিরক্ত করত অলিউর। একপর্যায়ে অলিউর নিজের প্রেমের ফাঁদে ফেলে তমাকে তার আয়ত্তে নিয়ে আসে। তমাও তার প্রেমে আসক্ত হয়ে পড়ে। সেই সুযোগে তমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে অলিউর। গত ২৮ এপ্রিল তমা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হলে অলিউর তাকে ফুঁসলিয়ে একটি সাদা রঙয়ের প্রাইভেটকারে তুলে অপহরণ করে কক্সবাজার এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রবিবার সকালে আবারও ঢাকায় এনে আটকে রেখে তমার মাথার চুল কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে মধ্যযুগীয় কায়দায় রক্তাক্ত জখম করে। যা বর্বরতার সীমা ছাড়িয়ে যায়। এছাড়াও স্ট্যাম্প দিয়ে তমাকে মারধর করা হয়। পরে মোবাইল ফোনে পরিবারকে তমার আহাজারি ও কান্না শুনিয়ে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে অলিউর। দাবিকৃত টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে না পাঠালে গুলি করে তমাকে হত্যার হুমকি দেয়। কিন্তু মামলার ভয়ে বাসায় ডাক্তার এনে তমার শরীরের জখম হওয়া স্থানে সেলাই করে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে। আকরামুল হাসান জানান, ঘটনাটি জানতে পেরে অলিউরের মা তমাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেন। র‌্যাবের কাছে অভিযোগ করে নিজের বখাটে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে কলাবাগানের ৬৭ নম্বর বাড়ির ৭ তলার একটি ফ্ল্যাট থেকে তমাকে উদ্ধার করে। পরে প্রতারক অলিউরকে আটক করে। র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অলিউর এসব অপকর্মের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
×