ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ মনিটরিংয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা

প্রকাশিত: ০৩:৪৯, ১ মে ২০১৭

চট্টগ্রাম ওয়াসার পানি  সরবরাহ মনিটরিংয়ে  কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ, পাইপ লাইনের ত্রুটি চিহ্নিতকরণ এবং সমাধানসহ সব কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে অত্যাধুনিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ওয়াসা। এ লক্ষ্যে রবিবার জাপানের প্রতিষ্ঠান ইউকোগাওয়া সল্যুউশন সার্ভিস কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকেই জানা যাবে পাইপে কোথাও কোন লিক রয়েছে কিনা। কম্পিউটারাইজড এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮৪ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জনকণ্ঠকে জানান, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের ফেজ-২ এর আওতায় জাপানী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হবে সিস্টেমেটিক কন্ট্রোল এন্ড ডাটা একুইজেশন (স্ক্যাডা)। এ লক্ষ্যে রবিবারই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পের লক্ষ্য পানি ব্যবস্থাপনাকে একই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মনিটর করা। ওয়াসা সূত্রে জানা যায়, চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এবং জাপানের ইউকোগাওয়া সার্ভিস কর্পোরেশনের অফিসার হিরোশি অনুকি। এ সময় উপস্থিত ছিলেন ওয়াসার বোর্ড মেম্বার সাংবাদিক তপন চক্রবর্তী, চিটাগাং চেম্বার প্রতিনিধি জহুরুল আলম, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসাইন, প্রধান প্রকৌশলী জহুরুল হক, জাপানী প্রতিষ্ঠানের ম্যানেজার ইসা মোরি এবং সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আগামী চার বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
×