ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

শাওন হত্যার আসামিরা জামিনে ॥ হুমকি

প্রকাশিত: ০৩:৪৬, ১ মে ২০১৭

 শাওন হত্যার আসামিরা জামিনে ॥ হুমকি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩০ এপ্রিল ॥ কলেজছাত্র হোসেন আহম্মদ শাওন হত্যা মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছে। রবিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীরা। এর আগে ১৮ এপ্রিল বাদী নিজের ও সাক্ষীদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, বাদী নিহতের খালাত ভাই সালাহউদ্দিন লোটাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে শহরের অভিরখিল হালিম পাটোয়ারী বাড়িতে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র হোসেন আহম্মদ শাওন তার খালার বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই শাওনের খালাত ভাই সালাহ্উদ্দিন লোটাস বাদী হয়ে সোহেল পাটোয়ারীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ফেব্রুয়ারি’ মাসে এজাহারে বর্ণিত আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করে।
×