ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাব-রেজিস্ট্রার প্রশিক্ষণ

জনগণকে উন্নত সেবা দেয়ার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩৬, ২০ এপ্রিল ২০১৭

 জনগণকে উন্নত সেবা দেয়ার আহ্বান আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে যে নতুন দিন আসছে, সেখানে জনগণের প্রত্যাশা অনেক বাড়বে। তারা উন্নত সেবা চাইবে। প্রশিক্ষণ ছাড়া সেই সেবা দেয়া সম্ভব হবে না। তাই আমাদের মানবসম্পদ যেন পৃথিবীর সবচেয়ে ভাল প্রশিক্ষণ পান এবং সবচেয়ে ভাল সেবা দিতে পারেন, সেইভাবে তাদের গড়ে তুলতে হবে। এ প্রশিক্ষণের আলোকে জনগণকে উন্নত সেবা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বিশ্বের মানুষ দুটি বিষয় গুরুত্ব দেয়। জীবন ও ভূমি। ভূমির সঙ্গে কেবল অর্থের সম্পর্ক না। এটার সঙ্গে পরিচয়েরও বিরাট সম্পর্ক রয়েছে। বুধবার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণে ২৯ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি আইনবিদ হিসেবে বলতে পারি, ফৌজদারি মামলার দুইটা কারণ। একটা ভূমি, আরেকটা নারী। আপনারা তার একটা, আরেকটার ব্যাপারে যে আপনারা জড়িত না, সেটা নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেজিসলেঠিভ ও সংসদবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান, বিপিএটিসির মেম্বার ডিরেক্টিং স্টাফ মোঃ জায়েদুল হক মোল্লা বক্তব্য রাখেন।
×