ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাকালুকি হাওড়ে মরা মাছ খেয়ে মরছে হাঁস

প্রকাশিত: ০৫:৫৬, ২০ এপ্রিল ২০১৭

হাকালুকি হাওড়ে মরা মাছ খেয়ে মরছে হাঁস

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৯ এপ্রিল ॥ পাহাড়ী ঢলে মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে তলিয়ে থাকা আধা পাকা ও কাঁচা বোরো ধান পচে পানি দূষণ হয়েছে। পানিতে সৃষ্টি হয়েছে এ্যামোনিয়া গ্যাস। গত কয়েকদিনে হাকালুকি হাওড়ে মারা যাচ্ছে ভাসমান ও গভীর জলের বিভিন্ন জাতের ছোট বড় মাছ। মৌলভীবাজার হাকালুকি হাওড়ে পুঁটি, ট্যাংরা, মলা, পাবদা, চাপিলা, বোয়াল, রুই, ঘাগট, ঘনিয়াসহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে উঠছে। হাকালুকি হাওড়সহ বিভিন্ন হাওড়ের মরা মাছ ও পোকা খেয়ে মরছে পোষা হাঁস। গত কয়দিনে সহস্রাধিক হাঁস মারা গেছে দাবি খামারিদের। জানা যায়, পানিতে এ্যাসিড ও ক্ষারের মাত্রা ৮ দশমিক ৫-এর বেশি হলে পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। পাহাড়ী ঢলে পানিতে তলিয়ে থাকা ধান পচে এ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের সৃষ্টি হয়েছে। পানি কালোটে রং ধারণ করেছে। বাতাসে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। না’গঞ্জে রফিউরের বিরুদ্ধে হেফাজত নেতার মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন হেফাজতে ইসলামের জেলা সমন্বয়ক ফেরদাউসুর রহমান। বুধবার দুপুরে তিনি বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে আগামী ৭ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে পিপি জানান। মামলার এজাহারের কথা উল্লেখ করে বাদী ফেরদাউসুর রহমানের আইনজীবী সুলতান উল আরেফিন জানান, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছরপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে রফিউর রাব্বি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও সংবিধান অমান্য ও লঙ্ঘনসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য রেখেছেন, যা বাদীসহ মানুষের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
×