ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই রাজাকারের ফাঁসির রায়ে কিশোরগঞ্জে উল্লাস

প্রকাশিত: ০৫:৫৬, ২০ এপ্রিল ২০১৭

দুই রাজাকারের ফাঁসির রায়ে কিশোরগঞ্জে উল্লাস

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল ॥ নিকলী উপজেলার রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হুসাইন ও মুহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে ফাঁসি ঘোষণা করা হয়েছে। বুধবার রায় শুনে শহীদের স্বজনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা সন্তোষ প্রকাশ করেছেন। দুপুরে জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কালীবাড়ি মোড় থেকে এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের দুটি আনন্দ মিছিল বের হয়। এ সময় অপরাধীদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বক্তৃতা করেনÑ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ মান্নান, বাসিরউদ্দিন ফারুকী, মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান রেজাউল হাবিব রেজা, ডাঃ সিদ্দিক হোসাইন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সাত্তার, শামছুল মালেক চৌধুরী লিটন প্রমুখ। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। এদিকে ফাঁসির রায় শুনে শহীদের স্বজন সাদেকুজ্জামান তালুকদার নয়ন ও জামিল আনসারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, একাত্তরে রাজাকারদের অত্যাচার-নির্যাতনে পরিবারের সদস্যদের হারানোর কষ্টে বুক ফেটে যায়। স্বাধীনতার এত বছর পর তাদের বিরুদ্ধে বিচার দেখে স্বস্তি পেয়েছি। তবে সরকারের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করে শহীদদের আত্মার শান্তির জন্য দাবি জানিয়েছেন। অপরদিকে জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা জানান, মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসেবে কিশোরগঞ্জের যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করতে গিয়ে অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়েছে। এখন কুখ্যাত রাজাকারদের কেবল ফাঁসির রায় হয়েছে, এ রায় দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া জেলা পর্যায়ে আরও যেসব কুখ্যাত রাজাকার রয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
×