ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৪, ২০ এপ্রিল ২০১৭

বগুড়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার সীমাবাড়িতে বুধবার সকালে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নামার পর গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়। মৃতরা হলেনÑ বেটখড় গ্রামের সোলায়মান (৫৫) ও বরোরো গ্রামের আনোয়ার হোসেন (৪০)। আহত সোহেল রানাকে (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানায়, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে এক শ্রমিক কাজ করতে নেমে আটকা পড়ে। পরে আরও দুই শ্রমিক সেপটিক ট্যাংকে নামলে আটকা পড়ে। শ্রমিক তীব্র গ্যাসে আক্রান্ত হয়। হাসপাতালে সোলায়মান ও আনোয়ার হোসেন মারা যায়। পেছনে ফেরার সুযোগ নেই ॥ এমিলি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, দেশের মানুষ আজ নিরাপদে রাত্রিযাপন করতে পারছে। দেশ এগিয়ে যাচ্ছে। পেছনে ফেরার আর কোন সুযোগ নেই। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বুধবার দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলম সিকদার বাচ্চুর সভাপত্বিতে এ সময় আরও বক্ত্যব রাখেনÑ টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ। সভাপতি ও প্রধান শিক্ষকের বিরোধে স্কুলে তালা স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলিয়ে দেয়া তালা খুলে দিলেন। এতে দু’দিনের অচলাবস্থা কাটিয়ে বুধবার থেকে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সোম ও মঙ্গলবার দুদিন কোন ক্লাস হয়নি। সাড়ে ৬শ’ ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে তালা ঝুলতে দেখে ফিরে যেতে বাধ্য হয়েছে। পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরোধের জের ধরে সোমবার বিদ্যালয়টিতে তালা ঝোলানো এবং শিক্ষকদের বের করে দেয়া হয়। টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে সভাপতি এ্যাডভোকেট মাকসুদ জানিয়েছেন, বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম তালা ঝুলিয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তাসলিমা বেগমকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তালা ঝোলানোর সত্যতা স্বীকার করে তাসলিমা বেগম জানিয়েছেন, পর্ষদের সভাপতির নির্দেশে এবং দুর্ঘটনার ভয়ে তালা ঝোলাতে বাধ্য হয়েছেন।
×