ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কানাডায় প্রবাসী বাঙালীদের নববর্ষ উদ্যাপন

প্রকাশিত: ০৫:১৭, ১৯ এপ্রিল ২০১৭

কানাডায় প্রবাসী বাঙালীদের নববর্ষ উদ্যাপন

কানাডার গুয়েলফ শহরে বাংলাদেশী কমিউনিটি অব গুয়েলফ (বিসিজি) বিপুল উৎসাহ উদ্দীপনায় গত ১৫ এপ্রিল ঝাঁকজমকভাবে বাংলা নববর্ষ উদযাপন করেছে। অনুষ্ঠানটি এভারগ্রীন কমিউনিটি সেন্টার গুয়েলফ এ শতাধিক বাংলাদেশী পরিবারের অংশগ্রহণে উদযাপিত হয়। অনুষ্ঠানে গুয়েলফের অধিবাসী বাঙালী ছাড়াও টরন্টো, ওয়াটারলু ও সংলগ্ন শহরের অনেক বাঙালী পরিবার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্যসমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধানবক্তা ও ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ড. অমিত চাকমা এবং গুয়েলফ সিটি মেয়র কেম গুথ্রী। সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ গানটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। এরপর একের পর এক গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশী কমিউনিটি অব গুয়েলফের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেনÑ নুহা, নায়লা ও দলনৃত্য করেন হৃদি ও তার দল। গান পরিবেশন করেন আদিবা, শাহিনা ইসলাম, মনসুর আলী, আসিফ মিনহাজ, ওয়াজদা আখতার, জায়ান কাদির, ওয়ারদা শহর, সামসাদ লায়লা কাকন, পাপিয়া আখতার ও কাউসার হোসাইন। কবিতা আবৃত্তি করেন আরশিয়া। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তানভির বাসার প্রযোজিত বাংলা নাটক ‘বৈশাখী হাওয়া।’ অডিটোরিয়ামের একপ্রান্তে শাড়ি, ফতুয়া ও গহনা দিয়া সাজানো হয় বিভিন্ন স্টল। পহেলা বৈশাখ উপলক্ষে বিসিজি একটি কমিউনিটি ডিরেক্টরি প্রকাশ করে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড. ইদ্রিস মোহাম্মদ (আহ্বায়ক), মোহাম্মদ আফসার আলী, ড. শওকত ইসলাম, কাউসার হোসাইন, আব্দুস সাদেক, ড. আতাহারুল হক চৌধুরী, ফাহমিদা চৌধুরী উর্মি প্রমুখ। -বিজ্ঞপ্তি
×