ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের শুভ সূচনা

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ এপ্রিল ২০১৭

বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি২০ ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ জয় পেয়েছে। শ্রীলঙ্কাকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। জগন্নাথ হল মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৪৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হয়েছে ‘ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সিঙ্গেল লীগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। ফিজিক্যালি চ্যালেঞ্জড টি২০ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শাহরিয়ার শামীম। এ ছাড়া সুজন দেবনাথ করেন ৫৬ রান। মূলত এই দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ। ৩৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংসটি সাজান উইকেটরক্ষক-ব্যাটসম্যান শামীম। সুজন দেবনাথ ৪০ বলে ৫৪ রানের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছক্কায়। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন সুরাঙ্গা ও দিনেশ। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। স্বাগতিক বোলারদের নিখুঁত বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের আমিন উদ্দিন ২২ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন শাহরিয়ার শামীম। পুরস্কার হিসেবে তার হাতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ব্র্যান্ডের একটি স্মার্টফোন তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। শেখ রাসেলের ফুটবল স্ট্যান্ডিং কমিটি স্পোর্টস রিপোর্টার ॥ শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ২০১৬-১৭ মৌসুমের জন্য ১৫ সদস্যবিশিষ্ট ফুটবল স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে। রবিবার এই কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন সায়েম সোবহান আনভীর। ভাইস চেয়ারম্যান মীর সমীর। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ জামান সেলিম। উজ্জলের জোড়ায় যাত্রাবাড়ীর জয় স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়াটেক সিনিয়র বিভাগ ফুটবল লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে যাত্রাবাড়ী ক্রীড়া সংঘ। রবিবারের ম্যাচেও জয় পেয়েছে তারা। ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া সংঘ। দলের স্ট্রাইকার উজ্জল করেন জোড়া গোল। অপর গোলটি করেন মাসুম। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বাসাবো তরুণ সংঘের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আজ একই ভেন্যুতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিরুদ্ধে খেলবে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও মহাখালী একাদশের মুখোমুখি হবে সাধারণ বীমা ক্রীড়া সংঘ। ক্রিস্টি কারের লোটি চ্যাম্পিয়নশিপ জয় স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ক্রিস্টি কার দারুণ জয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লোটি চ্যাম্পিয়নশিপে। তিনি জ্যাং সু-ইয়ংয়ের চেয়ে অনেক পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করেন। শেষ পর্যন্ত পেছনে ফেলেন জ্যাংকে। ফাইনাল রাউন্ডে নামার আগে ৩৯ বছর বয়সী ক্রিস্টি ছিলেন তিন শট পেছনে। সবকিছু পেছনে ফেলে শেষ হাসিটা তিনিই হাসলেন। ২০১৫ সালের পর এই প্রথম ইউএস এলপিজিএ ট্যুর জয় করলেন ক্রিস্টি। জ্যাং বিশাল লিড নিয়ে ফাইনাল রাউন্ডে ওঠেন। নিউজিল্যান্ডের লিডিয়া কো লড়াইয়ে ছিলেন ভালভাবেই। গত জুলাইয়ের পর এই প্রথম আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ পারেননি। কোন বোগি ছাড়াই সবমিলিয়ে ৭২ হোল জয়ী ক্রিস্টি স্কোর করেন ২০ আন্ডার পার ২৬৮। এ বিষয়ে ক্রিস্টি বলেন, ‘দারুণ একটা দিন ছিল। আমার জন্য খুব ভাল হয়নি শুরুটা।
×