ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চারুকলায় গরুর মাংসের তেহারি পরিবেশন, ক্যান্টিন ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ এপ্রিল ২০১৭

চারুকলায় গরুর মাংসের তেহারি পরিবেশন, ক্যান্টিন ভাংচুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পহেলা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ক্যান্টিনে গরুর মাংসের তেহারি পরিবেশন করায় ক্যান্টিনে ভাংচুর করে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। এতে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, শুক্রবার মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পর চারুকলার ক্যান্টিনে বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। যার মধ্যে ছিল গরুর তেহারি। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ক্যান্টিনে ভাংচুর চালান তারা। খবর পেয়ে নববর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী, চারুকলা অনুষদের ডিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানতে চাইলে ক্যান্টিন ম্যানেজার জাকির হোসেন বলেন, গরুর মাংস পরিবেশন করা যাবে না এটি তিনি জানতেন না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। তিনি বলেন, দোষীদের বিচারের আওতায় আনতে চারুকলা অনুষদের কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। দোষী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
×