ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গভীর রাতে অভিযান

রাজশাহীতে ১২ লাখ টাকাসহ সন্দেহভাজন জঙ্গী আটক

প্রকাশিত: ০৫:১৫, ১৪ এপ্রিল ২০১৭

রাজশাহীতে ১২ লাখ টাকাসহ সন্দেহভাজন জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি নবনির্মিত বহুতল ভবনে গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক জঙ্গীকে আটক করেছে পুলিশ। আটকের পর বুধবার রাত পৌনে ২টার দিকে তাকে ওই ভবন থেকে বের করে আনা হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ৮ তলা ওই ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে কোন বাঁধা ছাড়াই পুলিশ, ডিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভবনের সামনের সড়কে একটি এ্যাম্বুলেন্সও এনে রাখা হয়। তবে সেখানে কোন গোলাগুলি বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করার পর সব ফ্ল্যাটের বাতি নিভিয়ে দেয়া হয়। এরপর ভবনটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে সন্দেহভাজন ওই জঙ্গীকে আটক করা হয়। একই সঙ্গে ওই ফ্যাট থেকে ১১ লাখ ৯০ হাজার টাকাও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি। বহুতল এ ভবনের মালিক অহিদুল ইসলাম বাচ্চুর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে ফ্যাটটি ভাড়া নিয়েছিলেন সন্দেহভাজন ওই ব্যক্তি। তিনি আউটসোর্সিংয়ের কাজ করেন। বাড়ি ভাড়া নেয়ার সময় তিনি তথ্য ফরমও পূরণ করেননি। ফ্ল্যাটে তিনি তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে থাকতেন। পুলিশ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির স্ত্রী-সন্তানকে বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে।
×