ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী হালিম ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী হালিম ডাকাত নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শীর্ষ সন্ত্রাসী হালিম ডাকাত। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য। এছাড়া যশোরে দু’পক্ষের বন্দুকযুদ্ধে মারা গেছে দুই মাদক বিক্রেতা। বুধবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টারদের। জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের সঙ্গে ভোররাতে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী হালিম ডাকাত নিহত হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধ বাঁধে। সে উপজেলার সাত বাড়িয়া গ্রামের কামাল সরকারের ছেলে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২টি রামদা ও ছোরা। র‌্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর সাফায়েত আহমেদ সুমন জানান, ভোররাতে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাল্টা গুলি চালালে র‌্যাবও প্রতিহত করতে গুলি ছোড়ে। তার সহযোগীরা পালিয়ে যায় এবং ডাকাত আব্দুল হালিম ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত হালিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যশোর ॥ যশোরের চৌগাছা উপজেলার নিমতলা বাজার এলাকায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতাসহ দু’জন নিহত হয়েছে। পুলিশের দাবি, দু’পক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে বুধবার ভোরে তারা ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ দুটি উদ্ধার করে। দুজনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। ওই সময় মরদেহের পাশ থেকে একটি ওয়ান শূটার গান, এক রাউন্ড গুলি এবং দেড়শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
×