ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধি ॥ ভয়াবহ ভাঙ্গন

প্রকাশিত: ০৩:৫৪, ১৩ এপ্রিল ২০১৭

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধি ॥ ভয়াবহ ভাঙ্গন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বর্ষা মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জে প্রমত্তা যমুনায় ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। গত ৩ দিন যাবত সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পেয়ে প্রচ- স্রোত ও ঘুর্ণাবর্তের সৃষ্টির হয়ে সদর উপজেলার বাহুকা ও কাজীপুর উপজেলার শুভগাছা পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে। গত তিন দিনে শুভগাছা, বাহুকা এবং চরবাহুকা গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি ও ফসলী জমি যমুনায় বিলীন হয়েছে। বাহুকা পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে আশ্রিত মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। অনেক দরিদ্র মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে। বাহুকা পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল ধরেছে যে কোন মুহূর্তে বাঁধ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বুধবার ভোরে সরেজমিনে ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায় ভাঙ্গনপীড়িত অসহায় মানুষ তাদের ঘরবাড়ি জমিজমা হারিয়ে আহাজারি করছে। শুভগাছা বাহুকা এবং চরবাহুকা গ্রামের বাঁধের বাইরে থাকা দেড়শ ঘরবাড়ি গত ৩ দিনে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের ভয়াবহতায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাহুকা গ্রামের টুটুল, শফিকুল ইসলাম, চায়না খাতুন, সুফিয়া খাতুন, শহিদুল ইসলামসহ অনেক নারী-পুরুষ তাদের ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। সুফিয়া খাতুন জানান, গত ৩ দিন যাবত এই এলাকায় যেন ভাঙ্গন তা-ব চালাচ্ছে। আকস্মিক বড় বড় ফাটল ধরে ঘরবাড়ি নদীতে ধসে পড়ছে। অতীতে এমন ভয়াবহ ভাঙ্গন তারা দেখেননি। তারা জানান, ভাঙ্গনের খবর শুনে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী এসে দেখে গেছেন এবং আশ্বাস দিয়েছেন ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, এই এলাকায় ভয়াবহ ভাঙ্গন রোধে জরুরী বরাদ্দের জন্য পানি উন্নয়ন বোর্ডে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পানিতে ডুবে সাব্বির হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার বড়দল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশুটি আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মামুন হোসেনের ছেলে। মিড ডে চালু সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১২ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার দর্শনায় আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেয়া (মিড ডে মিল) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় শহরের আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম ও মমতাজ পারভীন। বিদ্যালয়ের এসএমসি এবং শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে এ মিড ডে মিল চালু করা হয়। ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে সভা সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১২ এপ্রিল ॥ বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে পীরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। ভিক্ষুকমুক্ত করার ব্যাপারে দিকনির্দেশনা ও পরামর্শ দেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক, উপজেলার চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা মুক্তিাযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান প্রমুখ।
×