ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৪:৪৮, ১২ এপ্রিল ২০১৭

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ এপ্রিল ॥ স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে যৌতুকবিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর ১১তম ব্যাচের ২০ প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন, সনদপত্র, আর্থিক সহায়তা প্রদান ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার কর্মীরহাত চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মীরহাতের সহ-সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, কর্মীরহাতের যুগ্ম-সম্পাদক আবু জাফর সাবু, আব্দুল মাজেদ রাজু, সৈয়দ আজহারুল ইসলাম লালু, মোঃ মাহমুদুল হক রতন, প্রশিক্ষণার্থী সাজিয়া ইসলাম প্রমুখ। তিন দিনব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ এপ্রিল ॥ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা হলরুমে এনজিও সংস্থা আশার আয়োজনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে মৎস্যচাষ করে স্বাবলম্বী হতে তথ্য উপাত্তসহকারে প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য অধিদফতরের উপ-পরিচালক সেরাজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আতাউর রহমান খান, বড়াইগ্রাম মৎস্য উপজেলা কর্মকর্তা মোবাশ্বের হোসেন প্রমুখ।
×