ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানিকে লাল কার্ড

প্রকাশিত: ০৬:১২, ১১ এপ্রিল ২০১৭

যৌন হয়রানিকে লাল কার্ড

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লালসবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার আয়োজনে শনিবার সকালে জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয় ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়, বাগমারা আলিম মাদরাসা ও মাতৃভূমি মডেল স্কুল এ্যান্ড কলেজের দুই হাজার শিক্ষার্থী জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিংকে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন। জঙ্গীবাদকে না, মাদককে না, ইভটিজিংকে না বলে শিক্ষার্থীরা সেøাগান দেন এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপকে বর্জন করার শপথও নেন। অনুষ্ঠানে লালসবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, পিবিআই কুমিল্লা জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। Ñবিজ্ঞপ্তি
×