ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিডিএস কোর্স পাঁচ বছরে উন্নীত হওয়ায় অভিনন্দন

প্রকাশিত: ০৪:১৬, ১১ এপ্রিল ২০১৭

বিডিএস কোর্স পাঁচ  বছরে উন্নীত হওয়ায়  অভিনন্দন

গত ৮ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক সাধারণ সভায় বিডিএস কোর্স ৪ বছর থেকে ৫ বছর মেয়াদী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সময়োপযোগী এ সিদ্ধান্তে বাংলাদেশের ডেন্টাল পেশার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আন্তর্জাতিকভাবে কোর্স কারিকুলামের সমন্বয় ও সমপর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে কোর্সটি পাঁচ বছরে উন্নীত করা হয়। এ সিদ্ধান্তের ফলে আগামী ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা পাঁচ বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে পারবে। ডেন্টাল পেশাকে বিশ্বমানে উন্নীত করার যুগান্তকারী এ সিদ্ধান্ত গ্রহণে এবং কোর্স কারিকুলাম প্রণয়নে শিক্ষক ম-লী, চিকিৎসক, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিএমডিসি’র সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছে। -বিজ্ঞপ্তি
×