ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লা-চাঁদপুর বিদ্যুত সঞ্চালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

প্রকাশিত: ০৫:০০, ১০ এপ্রিল ২০১৭

 কুমিল্লা-চাঁদপুর বিদ্যুত সঞ্চালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা-চাঁদপুর উচ্চমাত্রার বিদ্যুতবাহী লাইন রি-কন্ডাক্টরিংয়ের (তার পরিবর্তন) এর মাধ্যমে সঞ্চালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। আগামী দেড় বছরের মধ্যে পর্যায়ক্রমে কুমিল্লা-চাঁদপুর ১৩২ কেভি সঞ্চালন লাইনের রি-কন্ডাক্টরিং কাজ শেষ হবে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এ লাইনে উচ্চক্ষমতার আধুনিক কন্ডাক্টর ব্যবহারের ফলে বিদ্যুত সঞ্চালন সক্ষমতা প্রায় দ্বিগুণ বাড়বে। একইসঙ্গে চট্টগ্রামের মদুনাঘাট থেকে কালুরঘাট পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি আন্ডারগ্রাউন্ড বিদ্যুত সঞ্চালন লাইন নির্মাণের কাজও হাতে নিয়েছে পিজিসিবি। এ দু’টি কাজ সম্পন্ন করতে রবিবার পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিসিসি-ইটার্ন-হ্যানবেক কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি অনুসারে, আগামী ১৮ মাস সময়ের মধ্যে কাজ শেষ হবে। এ কাজের নির্মাণ ব্যয় প্রায় ৯০ কোটি টাকা। উন্নয়ন সহযোগী এডিবি, পিজিসিবি ও বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। পিজিসিবি’র ‘৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রকল্প’ এর আওতায় এ কাজটি করা হচ্ছে। অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মোঃ আশরাফ হোসেন এবং কনসোর্টিয়ামের পক্ষে সিসিসি এর চিফ রিপ্রেজেন্টেটিভ হুয়া জি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরপবে পিজিসিবির উর্ধতন কর্মকর্তারা বলেন, কুমিল্লা-চাঁদপুর বিদ্যমান হাইভোল্টেজ সঞ্চালন লাইন অনেক দিনের পুরনো হয়ে পড়ায় রি-কন্ডাক্টরিং কাজের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। মদুনাঘাট-কালুরঘাট আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন নির্মাণ হলে সেখানেও সঞ্চালন সক্ষমতা বাড়বে। তারা নির্ধারিত ১৮ মাসে কাজ শেষ করতে কনসোর্টিয়ামের প্রতিনিধিদের প্রতি তাগিদ দেন। চুক্তি স্বাক্ষরপর্বে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিএ্যান্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (এইচআর) মোঃ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
×