ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৪:১০, ৯ এপ্রিল ২০১৭

পিএসসির ৪৫তম  প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৭২ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল পিএসসি। শনিবার দুপুরে পিএসসির কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে পিএসসি কার্যালয়ের সেমিনার কক্ষে এক আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। সেমিনারে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিকট প্রজাতন্ত্রের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পিএসসির সদস্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। স্বাগত বক্তব্য রাখেন পিএসসি সচিবালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অনেক রক্ত ও সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে দেশ স্বাধীনতা লাভ করেছে, সে দেশের মানুষের দারিদ্র্য দূর করে তার জীবনমান উন্নত করার যে মহতী উদ্যোগ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিএসসিকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি আরও আনন্দিত যে, এই প্রতিষ্ঠান সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করছে।
×