ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কোচ বাউজার পাশে আর্জেন্টিনা

প্রকাশিত: ০৫:৫৪, ৮ এপ্রিল ২০১৭

কোচ বাউজার পাশে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ চাপের মুখে থাকা কোচ এডগার্ডো বাউজাকে সমর্থন জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ। তিনিই জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন দেশটি ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউডিও টাপিয়া। এখন পর্যন্ত খুব বেশি ভাল করতে না পারা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। যে কারণে ধুঁকতে থাকা দলটি নিয়ে দারুণ চাপের মধ্যে আছেন কোচ বাউজা। বাছাইপর্বে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। সেখানে মাত্র ৬টিতে জয় পেয়েছে। হাতে রয়েছে আর মাত্র চার ম্যাচ। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান রেখে যদি বাছাইপর্ব শেষ করে তাহলে প্লে অফ ম্যাচের বাধা টপকে তবেই আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে সাবেক চ্যাম্পিয়ন দলটিকে। কারণ নিয়ম অনুযায়ী বাছাইপর্বে টেবিলের শীর্ষ চারটি দল ওই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এমন সঙ্কটাপন্ন অবস্থানে থাকার পরও আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ) নবনির্বাচিত সভাপতি টাপিয়া মনে করেন বাউজাই সঠিক ব্যক্তি। তিনি বলেন, বাউজা এই মুহূর্তে জাতীয় ফুটবল দলের কোচ। তার সঙ্গে একটি চুক্তি আছে। এখন আমাদের একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।
×