ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খেলা দেখা নিয়ে ঢাবি হলে দু’গ্রুপে সংষর্ঘ, আহত ৬

প্রকাশিত: ০৯:১১, ৭ এপ্রিল ২০১৭

খেলা দেখা নিয়ে ঢাবি হলে দু’গ্রুপে সংষর্ঘ, আহত ৬

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে ঢাকা বিশ^বিদ্যালয়ের স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- জামিল হোসেন, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা, আফজাল খান, মাহফুজুর রহমান, মেহেদি হাসান রাজিব। তারা বর্তমানে বিশ^বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ তুষারের অনুসারী। হলের সভাপতি হাফিজুর রহমান গ্রুপের কর্মীরা রড দিয়ে পিটিয়ে এদের আহত করে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখাকালীন হলের টিভি রুমে খেলা দেখতে গিয়ে রেডিওতে আগে শুনে সেটা বলার কারণে দু’গ্রুপের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বাংলা বিভাগের চতুর্থ বর্ষের রাজু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রাজন, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের সাদ্দাম, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের সাজুর নেতৃত্বে¡ মারামারি শুরু হয়। তারা হলের ৪২১ নম্বর কক্ষ ভাংচুর করে। এ বিষয়ে হলের সভাপতি হাফিজুর রহমান জনকণ্ঠকে বলেন, টিভি কক্ষের জায়গা কম হওয়াতে জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়েছে। যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
×