ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাঈদীর রায় রিভিউর আবেদনের শুনানি ২৪ মে

প্রকাশিত: ০৫:৫৪, ৭ এপ্রিল ২০১৭

সাঈদীর রায় রিভিউর আবেদনের শুনানি ২৪ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রীমকোর্টের আপীল বিভাগের আমৃত্যুকারাদ- দেয়া সাজার রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি শুরু হবে ১৪ মে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। প্রায় এক যুগ আগে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যার অভিযোগে দায়ের করা মামলা নিম্ন আদালতে চলবে বলে রায় দিয়েছেন আদালত। রায়ের তথ্য ফাঁসের মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপীল বিভাগ। অন্যদিকে দুই শিশুকে বাইরে রেখে তাদের স্তন্যদায়ী দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে প্রত্যাহারে দেয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। এদিকে সুন্দরবনের আশপাশের দশ কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত শিল্পকারখানাসহ অন্যান্য স্থাপনা অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আমৃত্যু কারাদ- দেয়া সাজার রায় পুনর্বিবেচনার জন্য জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি শুরু হবে ১৪ মে। রিভিউ আবেদন দুটি বৃহস্পতিবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বেঞ্চে তোলা হলে সাঈদীর আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন শুনানির আগে সময় চান। তার বক্তব্য শুনে আদালত অবকাশের পরে ১৪ মে শুনানি শুরুর দিন ঠিক করে দেন। রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গফরগাঁওয়ের ৬ রাজাকারের বিরুদ্ধে ওয়ারেন্ট ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ের পলাতক ছয় রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ২৪ মে। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারির পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। এ সময় আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন। এদিকে ব্যবসায়ী মুসা বিন শমসেরের ‘যুদ্ধাপরাধের তথ্য’ সংবলিত বিভিন্ন সময়ের ছাপা কাগজপত্র তদন্ত সংস্থায় জমা দিয়েছেন দুই সাংবাদিক সাগর লোহানী ও প্রবীর শিকদার। মুসা বিন শমসেরের তথ্য ॥ ব্যবসায়ী মুসা বিন শমসেরের ‘যুদ্ধাপরাধের তথ্য’ সংবলিত নথি হন্তান্তর করেছেন সাংবাদিক সাগর লোহানী ও প্রবীর শিকদার। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানম-িতে তদন্ত সংস্থার কার্যালয়ে গিয়ে সমন্বয়ক সানাউল হকের হাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, জনকণ্ঠ ও ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনসহ ২৮ পৃষ্ঠার নথি তুলে দেন তারা। এ প্রসঙ্গে সমন্বয়ক সানাউল হক জনকণ্ঠকে বলেছেন, দুই সাংবাদিক বিভিন্ন সময়ে মুসাবিন শমসেরের সম্বন্ধে যে সমস্ত লেখা ছাপা হয়েছিল তা একত্রে করে জমা দিয়েছে। আমরা অনুসন্ধান করছি, এটাও সংযুক্ত হবে।
×