ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোপাস রোবট

প্রকাশিত: ০৫:৫৮, ২ এপ্রিল ২০১৭

অক্টোপাস রোবট

জার্মানির রোবট নির্মাণ প্রতিষ্ঠান ফেস্টো অবিকল অক্টোপাসের মতো দেখতেÑএমন একটি রোবট বানিয়েছে। এটির নাম দেয়া হয়েছে অক্টোপাস গ্রিপার। অক্টোপাসের মতো এটিরও একাধিক শুঁড় রয়েছে। এই শুঁড়গুলোর প্রত্যেকটিই কাজ করতে পারে। বাসার ছোট-খাটো কাজ অত্যন্ত সুচারুভাবে করতে পারে এই রোবট। এক শুঁড় দিয়ে পানির জগ ধরে অপর শুঁড়ে ধরা গ্লাসে পানি ঢেলে তা পরিবেশন করতে পারে। অক্টোপাসের মতো এটির চলাচলের গতি শ্লথ। তবে একাধিক শুঁড় থাকায় অনেকগুলো কাজ একসঙ্গে করে পুষিয়ে দেয়। ফেস্টো কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে এই যন্ত্রটি ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই এটির বহুমুখী কাজের পারদর্শিতা দেখে কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। তারা আরও জানায়, শুঁড়ে নরম সিলিকন থাকায় এটি সহজেই ভাঁজ হয়ে কোন জিনিস ধরতে পারে। ভার্জ নিউজ অবলম্বনে।
×