ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা ছয় মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৮:২২, ৩০ মার্চ ২০১৭

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলা ছয় মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ২০১৬ সালের জানুয়ারি মাসে এই মামলা করা হয়। গত ৫ জানুয়ারি খালেদার করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এনএন বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ আমলে নেয়া কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যার্টনি জেনারেল শেখ একে এম মনিরুজ্জামান কবির। উল্লেখ্য, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই কিতাবে নানা রকম তথ্য আছে।’ ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে পরদিন ঢাকার সিএমএম আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মামলা করা হয়।
×