ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সম্পর্কে ভুল তথ্য সংশোধন করল বঙ্গভবন ওয়েবসাইট

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ মার্চ ২০১৭

বঙ্গবন্ধু সম্পর্কে ভুল তথ্য সংশোধন করল বঙ্গভবন ওয়েবসাইট

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ওয়েবসাইটে দেয়া মারাত্মক ভুল ও বিকৃত তথ্য সংশোধন করেছে বঙ্গভবন। রাষ্ট্রপতির অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার এই পরিবর্তন আনা হয়। এর আগে গত রবিবার এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। তাতে বলা হয়, রাষ্ট্রপতির অফিসের মতো গুরুত্বপূর্ণ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুল ও বিকৃত তথ্য দেয়া হচ্ছে। বাংলাদেশের জন্মের দিন ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। অর্থ সংবিধান এবং স্বাধীনতার ঘোষণাপত্রের ঘোষণাকে উপেক্ষা করে দেয়া তথ্যে বলা হচ্ছে, ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি! বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ২৬ মার্চ হলেও বঙ্গভবনের ওয়েবসাইটের তথ্য মতে, এদিন থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রজাতন্ত্রের কোন রাষ্ট্রপতি ছিল না! বঙ্গভবন থেকে এমন ভুল তথ্য প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির উল ইসলাম। দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানান তারা। দুদিন পর ওয়েবসাইটের ভুল সংশোধনের কথা জানিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জনকণ্ঠকে বলেন, অনিচ্ছাকৃত হলেও অনেক বড় ভুল জায়গা করে নিয়েছিল ওয়েবসাইটে। বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার দিন ১৯৭১ সালের ২৬ মার্চ থেকেই বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি বঙ্গভবনের পক্ষ থেকে তথ্যের সূত্র মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়। এবং দ্রুততম সময়ের মধ্যে ভুল সংশোধন করা হয়। এখন ওয়েবসাইট ভিজিট করলে সঠিক তথ্যটিই পাওয়া যাবে বলে জানান তিনি। পরে ওয়েবসাইটটি (িি.ি নধহমধনযধনধহ.মড়া.নফ) ঘুরে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এমন ভুল ও বিকৃত তথ্যটি আর নেই। এখন শুদ্ধ ইতিহাসটি তুলে ধরে বলা হচ্ছে, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকেই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
×