ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তিন প্রাইভেট ভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ০৪:৩২, ২৯ মার্চ ২০১৭

তিন প্রাইভেট ভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার পৃথক কর্মসূচী পালন করেছে দেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। খবর বিজ্ঞপ্তির। স্টামফোর্ড ইউনিভার্সিটি ॥ এদিন সকাল ৭টায় স্টামফোর্ডের ধানম-ি ও সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ধানম-ি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী এবং সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিভার্সিটির ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর লুৎফুর রহমান। ইস্টার্ন ইউনিভার্সিটি ॥ এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ইইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন ডিন, চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। বাংলাদেশ ইউনিভার্সিটি ॥ এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ। অন্যদের মধ্যে অংশ নেন বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মুস্তফা কামালউদ্দিন, রেজিস্ট্রার, মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব), পরিচালক (প্রশাসন এবং নিরাপত্তা) কে এস এম এজাজ আফজাল খান বীর প্রতীক প্রমুখ। অবৈধ স্থাপনা উচ্ছেদ রাজউকের স্টাফ রিপোর্টার ॥ আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম ও নক্সায় ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের অভিযোগে মিরপুর রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউনসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রূপনগর আবাসিক এলাকার ৪ ও ৫ নং সড়ক এবং রূপনগর প্রধান সড়কের রাস্তা ও ফুটপাথের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত মোট আটটি দোকান, ১৯ টি র‌্যাম্প (গাড়ি ওঠার জন্য ঢালু স্থাপনা) ও ৩ টি সিঁড়ি ভেঙ্গে রাস্তা ও ফুটপাথের জায়গা খালি করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রোড নং ৪ এর ১ নং হোল্ডিংয়ের নক্সা বহির্ভূত ছাদের বাড়তি অংশ ও আবশ্যিক উš§ুক্ত স্থানে ইটের একটি দেয়াল ভেঙ্গে ফেলা হয়। খেলছে দুই সিংহ জার্মানির হেলাব্রুন শহরের এক চিড়িয়াখানায় দুটি সিংহ মনের আনন্দে খেলছে। সিংহের এই খেলা দর্শনার্থীদের নজর কাড়ে। এই দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমায়। এএফপি আশ্রিত শিশু ইরাকের মসুল শহরে সহিংসতায় ঘরবাড়ি ছেড়ে একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় এই শিশু দুটির পরিবার। বর্তমানে শহরটি অদূরে হাসান শ্যাম শিবিরে রয়েছে তারা। ছবিটি সোমবার তোলা। এএফপি
×