ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সাড়ে ৯শ’মাদক সেবীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৪:৪৩, ২১ মার্চ ২০১৭

ঝিনাইদহে সাড়ে ৯শ’মাদক সেবীর আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২০ মার্চ ॥ ৯শ’ ৪৩ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করেছে। সোমবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে ঝিনাইদহ পুলিশ প্রশাসন আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে তারা আত্মসমর্পণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধরণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি আত্মসমর্পণকারীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে যারা আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসন করা হবে।
×