ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শহীদ মিনার উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫১, ১৫ মার্চ ২০১৭

শহীদ মিনার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি কারুন্নাহার শরীফ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ পাকশী রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অসিম কুমার তালুকদার, পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু ম-ল, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস প্রমুখ। বিকেলে পুরস্কার বিতরণ করেন দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ৭৪ জন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদক বিক্রি ও সেবন থেকে চিরদিনের জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়ে থানা পুলিশের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন ৭৪ জন। স্বাভাবিক জীবনে ফিরে আসার এ অঙ্গীকারে সোমবার সন্ধ্যায় মাদকাসক্তদের সংবর্ধনা প্রদান করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার। জেলা পুলিশের সহায়তায় আগৈলঝাড়া থানা চত্বরে মাদক সেবন, বিক্রেতা ও গডফাদারদের আত্মসমর্পণ করে লিখিত অঙ্গীকারপরবর্তী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ওসি মনিরুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মার্চ ॥ মঙ্গলবার খালিয়াজুরি উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় এমপি রেবেকা মমিন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক তপন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন, সদস্য গোলাম আবু ইছহাক, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সুমন চক্রবর্তী প্রমুখ। জঙ্গীবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাদিপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান। সমাবেশে সাদিপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ শাহ মোঃ থানার মঞ্জুর কাদের পিপিএম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গনি, আওয়ামী লীগ নেতা আজিমদ্দিন প্রমুখ।
×