ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাগুরার ২ বিচারকের কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব

প্রকাশিত: ০৮:৫৩, ১৪ মার্চ ২০১৭

মাগুরার ২ বিচারকের কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব

স্টাফ রিপোর্টার ॥ মাগুরায় একটি মামলার শুনানি গ্রহণ না করা এবং সাইবার ট্রাইব্যুনালে মামলার শুনানি নেয়ায় দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। তাদের ২২ মার্চের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ইবি ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে দেয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে এডহক কমিটির মাধ্যমে নির্ধারণ করা ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে বর্ধিত ফি আদায় এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে স্কুলের এডহক কমিটি গঠনের বিধান সম্বলিত আইনের ধারা কেন বেআইনী ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ নয়জনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। আসাদুজ্জামানকে হাইকোর্টে তলব ॥ খাদিজা খাতুন (১২) নামে এক গৃহকর্মীকে গুমের অভিযোগে রাজউকের সাময়িক বরখাস্তকৃত প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হয়ে গৃহকর্মী গুমের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এদিকে কুসিক নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মামুনুর রশিদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
×