ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা নিখোঁজ

প্রকাশিত: ০৮:৫৬, ১১ মার্চ ২০১৭

পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা আব্দুস শহীদ ভূঁইয়া (৭০) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত আটটা পর্যন্ত তার কোন হদিস মেলেনি। শুক্রবার নিখোঁজ কর্মকর্তার মেয়ে পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী রেহানা বেগম রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ নম্বর সেকশনের বেনারসি পল্লীর কাছে অবস্থিত আণবিক শক্তি কমিশনের প্লটের ডি ব্লকের ১ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো তিনি হাঁটতে বের হন। কিন্ত আর বাসায় ফেরেননি। শুক্রবার এলাকার সব মসজিদ থেকে তার নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
×