ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে খারিজ ॥ পরবর্তী শুনানি ৩০ মার্চ

প্রকাশিত: ০৫:৪১, ১০ মার্চ ২০১৭

খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে খারিজ ॥ পরবর্তী শুনানি ৩০ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের (উৎস সম্পর্কিত অংশ) ফের তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা রিভিশন (পুনর্বিবেচনা) আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ ও বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালত এই আদেশ প্রদান করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের ফের তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা রিভিশন (পুনর্বিবেচনা) আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আইনজীবী জাকির হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, ‘মামলার অভিযোগে বলা হচ্ছে, এই টাকা সৌদি আরব থেকে এসেছে। খালেদা জিয়া তা আত্মসাত করেছেন।’ ‘কিন্তু প্রকৃতপক্ষে কুয়েতের আমির এই টাকা দিয়েছেন। জিয়াউর রহমানের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে তার নামে একটা ট্রাস্ট করতে তিনি এই টাকা দেন। এই টাকা খালেদা জিয়া আত্মসাত করেননি। লাভসহ তা ব্যাংকে রয়েছে। এ কারণে আমরা ওই অংশ পুনঃতদন্তের আবেদন করেছি।’ প্রসঙ্গত, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন। খালেদা জিয়া ছাড়া মামলার অপর আসামিরা হলেনÑ মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। শুনানি ৩০ মার্চ ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে খালেদার উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, জিয়াউদ্দিন জিয়া ও এম হেলাল উদ্দিন। অপরদিকে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বদলির আদেশ দিয়েছেন, উচ্চ আদালত তার জন্যও একটি আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন। এ ছাড়া উচ্চ আদালতের আদেশের কপিও দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
×