ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর রেল কারখানায় আগুন

প্রকাশিত: ০৪:৪৫, ৯ মার্চ ২০১৭

সৈয়দপুর রেল কারখানায় আগুন

স্টাফ রিপোর্টর,নীলফামারী ॥ দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরের দার্জিলিং গেট এলাকার জঙ্গলে রহস্যজনক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে কারখানাটি বড় ধরনে ক্ষতির হাত হতে রক্ষা পায়। এ ঘটনায় রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া সৈয়দপুর জিআরপি থানায় এ ব্যাপারে জিডি করা হয়। রেলওয়ে সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েক কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর রেল কারখানা আধুনিকায়ন করা হয়। কারখানাটি সংরক্ষিত এলাকা। এখানে বহিরাগত কেউ সহজে প্রবেশ করতে পারে না। এ অবস্থায় কারখানার অভ্যন্তরে পেইন্ট শপের উত্তর অংশে ২৪ নম্বর দার্জিলিং গেট সংলগ্ন এলাকার জঙ্গলে হঠাৎ দুপুরে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস আসার আগেই জঙ্গল থেকে জঙ্গলে আগুন ছড়িয়ে পড়তে থাকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শরণখোলা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে বুধবার বিকেলে অগ্নিকা-ে একটি ইন্স্যুরেন্স অফিস ও বসতঘরসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ইউনুচ আলীর ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
×