ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘বায়োডাটা লিখন ও মৌখিক পরীক্ষা’ বিষয়ে সেমিনার

প্রকাশিত: ০৫:১৫, ৭ মার্চ ২০১৭

‘বায়োডাটা লিখন ও মৌখিক পরীক্ষা’ বিষয়ে সেমিনার

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় শনিবার সকাল ১০টায় ‘বায়োডাটা লেখা শেখা ও মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খান সেমিনারের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. রফিকউদ্দিন আহ্মেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্টার্ন ব্যাংকের পে-রোল ব্যাংকিং-এর সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসানুজ্জামান বেগ। বেগ শিক্ষার্থীদের বায়োডাটা লেখার ওপর গুরুত্ব ও তাৎপর্য বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীরা কিভাবে চাকরির মৌখিক পরীক্ষার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক ছাত্র-ছাত্রীদের কেরিয়ারের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। -বিজ্ঞপ্তি
×