ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ইপনার ইনডোর সেবা উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৪, ৭ মার্চ ২০১৭

বিএসএমএমইউতে ইপনার ইনডোর সেবা উদ্বোধন

অটিজম ও অন্যান্য নিউরোডেভেল পমেন্টাল ডিজঅর্ডারসমূহের জন্য বৃহত্তর পরিসরে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সোমবার ৮টি বেড নিয়ে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)’র নিজস্ব ইনডোর সেবার। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের তৃতীয়তলায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ইপনার ইনডোর সেবার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আকতার, সদ্য চালু হওয়া শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন, শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডাঃ গোলাম মাঈনুদ্দিন প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও তার সুযোগ্য কন্যা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন ওয়াজেদের আন্তরিক প্রচেষ্টার ফসল ইপনা। ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আখতার তার শুভেচ্ছা বক্তব্যে ইপনা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা সায়মা হোসেন ওয়াজেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী এক বছরের মধ্যে ইপনার নিজস্ব ভবনে ইনডোর সার্ভিসের বেড সংখ্যা ৩০-এ উন্নীত করার কথা উল্লেখ করেন। -বিজ্ঞপ্তি
×