ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্টার্নদের কর্মবিরতিতে সরকারী হাসপাতালে চিকিৎসা ব্যাহত

প্রকাশিত: ০৫:৩৩, ৬ মার্চ ২০১৭

ইন্টার্নদের কর্মবিরতিতে সরকারী হাসপাতালে চিকিৎসা ব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রবিবারও দেশের বেশ কয়েকটি সরকারী হাসপাতালে মানববন্ধন ও মিছিল করা হয়েছে। বগুড়ায় শজিমেক হাসপাতাল ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করায় জরুরী বিভাগ এক ঘণ্টার জন্য বন্ধ করে রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে নানা বয়সী রোগী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো- জানা গেছে, শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) রবিবার ইন্টার্ন চিকিৎসকরা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধনসহ জরুরী বিভাগ ১ ঘণ্টা বন্ধ করে রাখেন। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়ে। ১৯ ফেব্রুয়ারি এক রোগীর আত্মীয়ের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের হাতে ওই রোগীর আত্মীয় প্রহৃত হয়। এ ঘটনায় ৪ ইন্টার্ন চিকিৎসক শাস্তির মুখে পড়ায় ইন্টার্ন চিকিৎসকরা বৃহস্পতিবার সন্ধ্য থেকে কর্মবিরতি শুরু করেন। শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সত্ত্বেও চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। রোগীদের কোন দুর্ভোগ হচ্ছে না। হাসপাতালে সহকারী রেজিস্ট্রার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। চিকিৎসকরা বলছেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। তবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়া মেডিক্যাল কলেজে ৫০০ শয্যার বিপরীতে রোগী থাকে প্রায় ১ হাজারের কাছাকাছি। হাসপাতালে মেডিক্যাল অফিসার থেকে রেজিস্ট্রার মিলিয়ে ৬৮ জন চিকিৎসক রয়েছে। এর মধ্যে ১৭ জন বিভাগীয় পরীক্ষা ও ছুটিতে বাইরে রয়েছেন। ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে চিকিৎসকরা পালাক্রমে দায়িত্ব পালন করলেও তাদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ বাড়ছে বলে অনেক চিকিৎসক জানিয়েছেন। আর এতে অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় সময় দেয়া যাচ্ছে না। এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ড. কুতুব উদ্দিন জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। রবিবার তারা মানববন্ধন ও মিছিল শেষে বেলা ১১টার কিছু পর হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা ১ ঘণ্টার জন্য বন্ধ করে দেন। এর আগে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বহিঃবিভাগের চিকিৎসকদের কাজ বন্ধ রাখতে বলা হয়। এতে বহিঃবিভাগে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। টানা ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রবিবার সকালে হাসপাতাল থেকে অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। অনেকে ভিড় জমাচ্ছেন বিভিন্ন ক্লিনিকে। এদিকে ওয়ার্ডে না ফিরলেও রবিবার দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে মানববন্ধন করেছেন। শজিমেকে চার শিক্ষানবিস চিকিৎসকের শাস্তি মওকুফের দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে নেমেছেন। রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের মুখপাত্র আবু রায়হান বলেন, বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফ করে কর্মস্থলে বহালের দাবিতে ‘সারাদেশে’ তাদের কর্মবিরতি চলছে। রামেক হাসপাতারে উপপরিচালক ডাঃ সারোয়ার জাহান জানান, চিকিৎসাসেবার কোন সমস্যা হচ্ছে না। প্রতিটি ওয়ার্ডে রেজিস্ট্রারসহ অন্য চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসককে শাস্তির প্রতিবাদে রমেকে মানববন্ধন ॥ চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে আহূত কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও পালিত হয়। রবিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করে। এতে মারাত্মক বিঘিœত হচ্ছে উত্তরের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র ‘রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা’। চিকিৎসাসেবা না পেয়ে নিদারুণ দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। রোগীদের দুর্ভোগ কমাতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে হাসপাতালের সব সিনিয়র চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার থেকে হাসপাতালে ২-১ জন চিকিৎসক দিয়ে কোন রকমে কাজ চালানো হচ্ছে। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সামর্থ্যবানরা বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে বাড়তি টাকা খরচ করে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন দরিদ্র রোগীরা। বরিশাল ॥ দ্বিতীয় দিনের মতো বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ইন্টার্নদের অনুপস্থিতিতে রবিবার সকাল থেকে মেডিসিন ওয়ার্ড-ওয়ানে ভর্তি হতে আসা রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম ॥ রবিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মারাত্মকভাবে ব্যাহত হয় চিকিৎসাসেবা কার্যক্রম। এতে সেবাবঞ্চিত হন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। অনেককেই হাসপাতালে এসে হতাশ হতে দেখা যায়। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার চিকিৎকের স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে হয় এ ধর্মঘট। চমেক হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচী পালিত হয়।
×