ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাস-আলমসাধু সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মার্চ ২০১৭

চুয়াডাঙ্গায় বাস-আলমসাধু সংঘর্ষে নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৫ মার্চ ॥ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ব-বিল রেলগেটে নৈশকোচ-আলমসাধু দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত আলমসাধুর যাত্রীদের মধ্যে একজন আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনাজের ছেলে মনিরুজ্জামান মনি (৩০) ও অন্যজন একই শহরের দাশপাড়া মহল্লার পচা ম-লের ছেলে জসিম উদ্দীন (৪০)। এছাড়া নিহত অপরজন হলো আলমসাধু চালক পারদুর্গাপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রিমন (২৫)। ঘটনার প্রত্যক্ষদর্শী আলমডাঙ্গা কলেজপাড়ার সজীব আহমেদ জানান, রবিবার সকাল ৮টার দিকে আলমডাঙ্গা থেকে একটি আলমসাধুতে করে দুই যাত্রী চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা আলমডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের যাত্রীভর্তি একটি নৈশকোচ আলমসাধুটিকে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার শিকার তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। অপরজন আলমসাধুচালক রিমন চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান। সীতাকু-ে যুবক নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে কাঠবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ আবদুল রহিম (৩২) নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মাদামবিবির হাট এলাকার ফরিজ আহম্মদ বাড়ির আব্দুল মুনাফের ছেলে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রহিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। গাজীপুরে মার্কেটিং অফিসার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক মার্কেটিং অফিসার নিহত এবং দৈনিক যুগান্তরের এক সাংবাদিক আহত হয়েছেন। নিহতের নাম আনোয়ারুল ইসলাম (২৮)। তিনি নীলফামারী জেলার বাবরীঝাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে। আনোয়ারুল ইসলাম জেবিএল নামের একটি ওষুধ কোম্পানির স্থানীয় মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন। কালীগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, রবিবার দুপুরে টঙ্গী থেকে মোটরসাইকেলে আনোয়ারুল ইসলাম কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টঙ্গীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ারুলের মৃত্যু হয়। এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঈশ্বরদীতে দুই নারী শ্রমিক স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, শনিবার রাত পৌনে দশটায় পাকশী বাইপাস রোডের নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সেলিনা (৩০) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে মারা গেছে। সে দাশুড়িয়া কারিগরপাড়ার মজনু প্রামাণিকের স্ত্রী ও ইপিজেডের শ্রমিক। যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ইপিজেডের নারী শ্রমিক মুলাডুলি সড়ইকান্দি গ্রামের রাজুর মেয়ে রুমা খাতুন (২৮) নিহত ও ৮ জন আহত হয়। এদের মধ্যে সেলিনাসহ তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অফিস ছুটির পর তারা লেগুনাযোগে দাশুড়িয়া অভিমুখে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। কেশবপুরে দুই আরোহী নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, রবিবার বিকেলে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেইশমাইল এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছেন। জানা গেছে, কেশবপুর থেকে একটি বেপরোয়া ট্রাক চুকনগরের দিকে যাবার সময় চুকনগর থেকে আসা দুুইজন মোটরসাইকেল অরোহী যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেইশমাইল নামক স্থানে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের এসহাক আলী শেখের ছেলে আবুল হাসান (৩০) মারা যান।
×