ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী ও মেয়েকে গলাটিপে হত্যা

প্রকাশিত: ০৩:৪৯, ৩ মার্চ ২০১৭

স্ত্রী ও মেয়েকে গলাটিপে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ মার্চ ॥ সদর উপজেলার বল-মঝাড় ইউনিয়নের খামার বল-মঝাড় গ্রামে বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাজমা বেগম (৩০) ও ৬ মাসের শিশুকন্যা শামীমাকে গলাটিপে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামী ছামিউল ইসলামকে পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ছামিউল ইসলাম তিন স্ত্রীর মধ্যে নাজমা বেগমকে নিয়ে তার বাড়িতে থাকে। দাম্পত্য কলহ নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতে তাদের মধ্যে কলহের একপর্যায়ে ছামিউল তার স্ত্রী নাজমাকে গলাটিপে হত্যা করে। পরে মায়ের পাশে থাকা শামীমাকেও গলাটিপে হত্যা করে। বৃহস্পতিবার সকালে তাদের লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। সুনামগঞ্জে সংঘর্ষ ॥ নিখোঁজের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২ মার্চ ॥ সুনামগঞ্জের ছাতকে কওমি ও আলিয়া মাদ্রাসা পন্থীদের মধ্যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে নিখোঁজ রুবেল মিয়ার লাশ সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় সুরমা নদীর পোস্ট অফিস ঘাট থেকে নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা এবং কওমি মাদ্রাসা পন্থী। এর আগে ঐ ঘটনায় আব্দুল বাছেত বাবুল নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ দিকে সংঘর্ষ চলাকালে (দর্শনার্থী) তিনতলা ছাদ থেকে পরে গুরুতর আহত হয় শিশু সোমা আক্তার (৮) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সে ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার ব্যবসয়ী জহির মিয়ার মেয়ে ও বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ মার্চ ॥ বড়াইগ্রামে স্ত্রী মিনা রানী পালকে হত্যার দায়ে স্বামী কাজল সরকারকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত কাজল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর মহল্লার সুশেন চন্দ্র সরকারের ছেলে। জানা যায়, ২০১৫ সালের জুলাই মাসে মোবাইল ফোনের মাধ্যমে কাজল ও মিনার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একই বছরের ১২ অক্টোবর সোমবার রাতে মিনার গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে কাজল। ভ্যান, রিক্সা, সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ভ্যান, রিক্সা, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খানের সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু, ইব্রাহিম মোল্লা, মনিরুজ্জামান ঝুমুর, এ্যাডভোকেট শরিফা খানম, অধ্যাপক শাহাবুদ্দিন প্রমুখ। ৩৩ ভ্যান, ৩৪ রিক্সা, ২০ সেলাই মেশিন ও ৫ হুইল চেয়ার দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। রাবিতে চাকরির মেলা কাল শুরু রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আরইউসিসি জব ফেয়ার ২০১৭। রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে ও রাবির ছাত্র উপদেষ্টা দফতরের সহযোগিতায় চতুর্থবারের মতো বসতে যাচ্ছে চাকরির এই মেলা। বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কাফেটারিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরইউসিসির সভাপতি কাজী মাহমুদ দীপ। তিনি বলেন, শনিবার ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি চলবে। রাবিসহ যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় সিভি জমা দিতে পারবেন। এতে ক্যারিয়ার বিষয়ক ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে।
×