ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাঁশি ভজন কীর্তন রবীন্দ্রসঙ্গীতে বিমোহিত শ্রোতা

প্রকাশিত: ০৫:৪২, ১ মার্চ ২০১৭

বাঁশি ভজন কীর্তন রবীন্দ্রসঙ্গীতে বিমোহিত শ্রোতা

সালাম মশরুর, সিলেট অফিস ॥ ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনস্রোত ছুটছে বেঙ্গল উৎসব মঞ্চের দিকে। মঙ্গলবার এ উৎসবের সপ্তম দিনেও নিবন্ধনের মাধ্যমে শ্রোতাদের উৎসবে প্রবেশের সুন্দর দৃশ্য দেখা গেছে। এদিন বিকেলে ছিল চলচ্চিত্র প্রদর্শনী আর সন্ধ্যায় ছিল সঙ্গীতানুষ্ঠান। সেখানে জড়ো হয়েছিলেন বিমুগ্ধ স্রোতারা। বিকেলবেলায় এখানে দাঁড়িয়ে দেখলেই বুঝতে অসুবিধা হয় না যে, আমাদের প্রকৃত সংস্কৃতিপ্রেমীরা কতটা সচেতন। সুস্থ ছবি এখনো সবাই পছন্দ করেন। এ ছবির দর্শকের অভাব নেই। ভাল ছবি আর সুন্দর পরিবেশ হলেই দর্শক সেখানে হুমড়ি খেয়ে পড়েন। বেঙ্গল উৎসবের এ ভেন্যু আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স নগরীর মাছিমপুর এলাকায় অবস্থিত। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শকরা। বিনা পয়সায় নিবন্ধনের মাধ্যমে মুভি দেখার সুযোগটি লুফে নিচ্ছেন শহরবাসী। তবে বিনা টিকেটে দেখার সুযোগটাই মুখ্য নয়, চাই সুস্থধারার চলচ্ছিত্র। সেই সঙ্গে দেখার সুন্দর ও নিরাপদ পরিবেশ। বিকেল ৪টা থেকে পরপর তিনটি চলচ্চিত্র প্রদর্শনী হয়। সৈয়দ মুজতবা আলী মঞ্চে বিকেল ৪টায় প্রথমে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি ‘দীপু নাম্বার টু’। স্কুলগামী শিশুদের কৌতূহলী মনোভাব ফুটিয়ে তুলে এ ছবির কাহিনী নির্মাণ করা হয়েছে। একান্ত শিশু বয়সে কিভাবে শিশুরা চাইলে দেশের জন্য নিজেদের ভূমিকা রাখতে পারে সে কাহিনী বর্ণনা করা হয়েছে এ ছবির কাহিনীতে। পরে সন্ধ্যা ৬টায় দেখানো হয় রুবাইয়াৎ হোসেন পরিচালিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। সবশেষে রাত ৮টায় প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদের কাহিনী অবলম্বনে নির্মিত প্রখ্যাত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অনিল বাগচীর একদিন’। পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের যাঁতাকলে একটি ছেলে শহর ছেড়ে গ্রামে পালিয়ে যাওয়ার সময় যাত্রাপথে পাক হানাদার বাহিনীর অত্যাচারের কথা ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে। আয়োজকরা জানান, বর্তমান সময়ের তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে উৎসবে এ ছবির প্রদর্শনী করা হয়েছে। রাধাকৃষ্ণের বাঁশি, শ্যামের বাঁশি আর রাখালিয়ার বাঁশি, বাঁশি তো একই। স্থান-কালকে আলিঙ্গন করে বাঁশি কখন কোথায় কাকে নিয়ে যাবে বলা দায়। বাঁশির পাগল করা মন হরণকারী সুর শুধু প্রেমকে জাগিয়ে দেয় তা নয়, বাঁশির সুরে নিজের অজান্তে খুব সহজেই ভাবের আকাশে মন পাখিটা উড়াল দিয়ে ছুটে যায়। রোদেলা দুপুরে বটবৃক্ষের তলায় আলতো ছায়ায় বসে রাখালিয়ার বাজানো সেই বাঁশি সুর সে তো রীতিমতো অন্য বিষয়। মঙ্গলবার সন্ধ্যায় হাছন রাজা মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনার সূচনায় বাঁশির সুরে সুরে উজাড় করে প্রকৃতি, পরিবেশ আর দর্শকের কাছে নিজেকে উপস্থাপন করেন শিল্পী মোঃ মনিরুজ্জামান। তিনি বাঁশি বাজিয়ে উপস্থিত শ্রোতাদের মন মাতিয়ে তোলেন। মানুষমাত্রই ধর্মের লালন। রকমভেদ অনেক। নানানভাবে ভগবানের সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চলছে সেই সৃষ্টির মূল থেকেই। আরাধনা- উপাসনার মাধ্যম ভজন-কীর্তন। তাতে মনের একাগ্রতায় ভগবানের সন্তুষ্টি চাওয়া। শ্রুতিমধুর সে আরাধনা সঙ্গীত রাতভর জেগে থেকে শুনতেও কোন ক্লান্তি নেই। একই মঞ্চে ভজন ও কীর্তন পরিবেশন করেন সাথী ইসলাম ও বিজন চন্দ্র মিস্ত্রি। একপর্যায়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসেন শামা রহমান। শ্রোতাদের সেই ভাবধারায় রেখে সুর সাগরের আর গভীরে নিয়ে যান ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য্য। রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের পরিবেশনা শ্রোতাদের মন জয় করে নেয়। আজকের আয়োজন ॥ আজ বুধবার অষ্টম দিনের মতো অনুষ্ঠিত হবে সিলেটে আয়োজিত এ বেঙ্গল সংস্কৃতি উৎসব। বিকেল ৪টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে প্রদর্শিত হবে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে জনপ্রিয় ছবি ‘রানওয়ে’ এবং রাত ৮টায় প্রদর্শিত হবে ‘তিতাস একটি নদীর নাম’। এছাড়াও সন্ধ্যা সোয়া ৬টায় ‘হাছন রাজা মঞ্চে’ পরিবেশন করা হবে ‘মণিপুরী কালচার এ্যান্ড আর্ট’-এর পরিবেশনায় মণিপুরী নৃত্য। পরে প্রিয়াংকা ঘোষ পরিবেশন করবেন রাগভিত্তিক বাংলা গান। সবশেষে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করবেন বুলবুল ইসলাম ও জয়তী চক্রবর্তী।
×