ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী ॥ বিএনপি

প্রকাশিত: ০৭:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী ॥ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। এটি অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। রাজস্ব ঘাটতি পূরণে সরকার এ সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। জনগণকে জিম্মি করে রাজস্ব আদায়ের সরকারী এই সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। হস্পতিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আ ন হ আখতার হোসেন উপস্থিত ছিলেন। গ্যাসের দাম বাড়ানোর সরকারী সিদ্ধান্তের সমালোচনা করলেও এর বিরুদ্ধে কোন কর্মসূচী দেয়নি বিএনপি। বিএনপি কোন কর্মসূচী দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে পরে জানানো হবে। বিএনপি মহাসচিব বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে অর্থনীতি হোঁচট খাবে। পোশাকশিল্প খাত, বস্ত্র খাতসহ সব ধরনের শিল্প খাতে উৎপাদন তথা অর্থনীতি সঙ্কটে পড়বে। পরিবহন ভাড়া বেড়ে যাবে, কল-কারখানাও বন্ধ হবে। এক বছরের মাথায় গ্যাসের দাম বাড়ানো হলে অল্প সময়ের মধ্যে বিদ্যুতের দামও আবার বাড়ানো হতে পারে। তিনি আরও বলেন, এলপিজিতে উৎসাহিত করা এবং এর মাধ্যমে সরকারঘনিষ্ঠ কিছুসংখ্যক ব্যবসায়ীকে অতিরিক্ত লাভ করিয়ে দিতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপিজির দাম বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমেনি। এখন দেশে এলপিজির দাম হওয়া উচিত ৪৫০ টাকা। এখন গ্যাসের দাম না বাড়িয়ে গ্যাসের ‘সিস্টেম লস’ কমানো ও অপচয় রোধের দিকে নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত বছরের আগস্টে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়েছিল। সে সময় মানুষ গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেছিল। বিএনপি আশা করেছিল, গ্যাসের দাম আর বাড়ানো হবে না। কিন্তু ১৮ মাসের ব্যবধানে আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
×