ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু নুর নাহারের কোমরের নিচে টিউমার ॥ চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

শিশু নুর নাহারের কোমরের নিচে টিউমার ॥ চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রিয় পাঠক, ৯ বছরের ফুটফুটে মেয়ে নুরনাহার। তার কোমরের নিচে (পেছনের অংশে) টিউমার হয়েছে। বেশ বড় আকৃতির। এর ফলে বসতে, দৌড়াতে ও ভালভাবে ঘুমাতে পারে না সে। তবুও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। পাবনার আমিনপুর থানার সিন্দুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুরনাহার। মেয়ের অসুখের চিন্তায় ঘুম আসে না দরিদ্র মাতা-পিতার। ঘর আলো করে পৃথিবীতে আসলেও নুরনাহারের শরীরের টিউমার অন্ধকারে ঢেকে দিয়েছে পরিবার-স্বজনদের। অর্থের অভাবে নুরনাহারকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। এক টুকরো ভিটেমাটি ছাড়া সহায় সম্পত্তি কিছুই নেই পরিবারটির। জন্মের পর থেকেই নুরনাহারের পাছায় ছোট টিউমার ধরা পড়ে। দিন যত যাচ্ছে, মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে টিউমারও বড় হচ্ছে। সম্প্রতি স্থানীয় এক সংবাদকর্মীর সহযোগিতায় নুরনাহারকে নিয়ে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সিরাজুল ইসলামের শরণাপন্ন হন নুরনাহারের বাবা ও চাচা। চিকিৎসক দেখার পর কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করানো হয়। চিকিৎসক বলেন, নুরনাহারের টিউমারটি জন্মগত। চিকিৎসা বিজ্ঞানে এটি ‘সেক্রো কক্সিজিয়াল টেরাটোমা’ বলে পরিচিত। মেরুদ-ের নার্ভের সঙ্গে সংযোগ থাকতে পারে টিউমারের। তাই অপারেশনে একটু ঝুঁকি আছে। তারপরও অপারেশন করা সম্ভব এবং রোগী সুস্থ হবে। বেসরকারী হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করালে মাত্র এক লাখ টাকার মতো খরচ হবে। কিন্তু এই টাকাও যোগাড় করার ক্ষমতা নেই শিশুটির দিনমজুর পিতার। এমতাবস্থায়, শিশু নুরনাহারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৮০৪৫১৪৮০(বিকাশ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×